এমপির ভাতিজা ফেরদৌস পারভেজ

“নরমাল ভোটে জয় না হলে সিজার করা হবে”

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৪, ০৮:১৪ পিএম

“নরমাল ভোটে জয় না হলে সিজার করা হবে”

ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ। ছবি: সংগৃহীত

নরমাল ভোটে জয় না হলে সিজার করা হবে বলে হুমকি দিয়েছেন স্থানীয় এমপি আফতাব উদ্দিন সরকারের ভাতিজা ফেরদৌস পারভেজ। নীলফামারীর ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে আছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় তার এই হুমকিকে ভোটডাকাতির প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে মনে করছেন এলাকার ভোটাররা। নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ভোটার উল্লেখ করেন, এই ধরনের বক্তব্যের মাধ্যমে ফেরদৌস সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বক্তৃতা শুনে ভোটাররা ভয় পাচ্ছেন।

যুবলীগ নেতা ফেরদৌসের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়েছে। বিভিন্ন মহলে এরই মধ্যে ফেরদৌসকে ঘিরে সমালোচনা হচ্ছে। অনেকে আবার করছেন বিরূপ মন্তব্যও। বিষয়টি জানতে এমপির ভাতিজাকে ফোন করা হলে তিনি তা অস্বীকার করেন। বলেন, “কেউ হয়তো এডিট করে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।”

তবে ওই সভায় উপস্থিত থাকা কয়েকজন নিশ্চিত করেছেন যে এই বক্তব্য ফেরদৌসেরই। এলাকাবাসী জানায়, নির্বাচনী সভায় “মাথার ওপরে এমপির হাত আছে” বলেও ঔদ্ধত্য দেখান এমপির ভাতিজা।

অন্য চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন, “সরকার যেখানে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, সেখানে এমপির ভাতিজার এমন বক্তব্য এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এতে ভোটাররা ওই যুবলীগ নেতার হাত থেকে বাঁচতে তাকেই (ফেরদৌস) ভোট দিতে পারে।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার বলেন, “বক্তৃতার বিষয়টি জানতে পেরেছি। জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ওই ঘটনায় কেউ আমার কাছে অভিযোগ করেনি।”

Link copied!